গাজীপুরে তাকওয়া পরিবহন বাসের চাপায় দুই নারী শ্রমিক নিহিত ।
রনি আহম্মদ:
গাজীপুরে সম্প্রতি তাকওয়া নামের সিটি সার্ভিস বাসগুলো বেপরোয়া গতিতে গাড়ী চালোনোর করনে প্রায় এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে ।এছাড়াও তাকওয়া ব্যানারের এই গাড়ী গুলো মুলত চক্রাকার সার্ভিস হিসেবে শহরের মধ্যে চলার কথা থাকলেও সিটির বাহিরেও চলাচল করছে । গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইলে গাড়ির ধাক্কায় পোশাক কারখানার দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।তাকওয়া পরিবহন নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত দুজন হলেন পাবনার বেড়া থানার বেতবাড়ীয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) ও বগুড়ার ধুনট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করোনা খাতুন (১৯)।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শওকত এমরান বলেন,কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন বকুল খাতুন ও করোনা খাতুন।এ সময় কালিয়াকৈরগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।